চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকরাই। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ৭ সেপ্টেম্বর রাত থেকে এই তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। দুইদিন পর মালিকদের আশ্বাসে ফের বাস চালু হয়। কিন্তু আশ্বাস অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধি না হওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে আবার কর্মবিরতি শুরু হয়। টানা দুই দিন বন্ধ থাকার পর ২৩ সেপ্টেম্বর বিকেল থেকে ধীরে ধীরে বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নিলেও তারা বিভিন্ন অজুহাত দেখায়, যা মেনে নেওয়া অসম্ভব। এ অবস্থায় মালিকরা নিজেরাই বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
বাস চলাচল এইভাবে হঠাৎ যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চালু আছে।