1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মাধবপুরে ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩৫ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহে সমাজসেবার বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসনে পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন কাউখালীতে কিশোরীকে ধর্ষনের চেষ্টা,লম্পট গ্রেফতার এনসিপির জয়পুরহাট জেলা প্রধান সমন্বয়কের পদত্যাগ বোরহানউদ্দিনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

“টাইফয়েডমুক্ত ভবিষ্যৎ”: মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে TCV টিকাদান কর্মসূচি

মোঃ জহিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী  ইউনিয়নয়ো জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আজ সকাল ১০

ঘটিকা থেকে মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিনামূল্যে TCV (Typhoid Conjugate Vaccine) টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি। সরকারি উদ্যোগে পরিচালিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কার্যক্রমে বিদ্যালয়টির প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০  জন কোমলমতি শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
টাইফয়েডের মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে পরিচালিত এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।
কর্মসূচির নেতৃত্ব:
টিকাদান কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন শাখার স্বাস্থ্য সহায়ক  জনাব, মিজানুর রহমান। তাঁর নেতৃত্বে টিকাদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সহযোগী হিসেবে ছিলেন স্বাস্থ্য সহায়ক জনাবা, কুলসুম আক্তার। তাঁরা জানান, শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অভিভাবকদের সন্তোষ ও শিক্ষকের গুরুত্বারোপ:
সন্তানদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দিতে পেরে অভিভাবক মহল সরকারের এই উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছেন। একাধিক অভিভাবক জানান, সরকারিভাবে এমন গুরুত্বপূর্ণ টিকা বিনামূল্যে পাওয়ায় তাঁদের আর্থিক চাপ কমেছে এবং সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলো।
এ প্রসঙ্গে মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ বলেন, “এরকম সরকারি টিকাদান কর্মসূচি আমাদের বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে শিক্ষার্থীরা রোগমুক্ত থেকে মনোযোগ সহকারে পড়ালেখায় অংশ নিতে পারবে।”
আমতলী ইউনিয়ন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যায়ক্রমে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে। সরকারের এই পদক্ষেপ জনস্বাস্থ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com