বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক ব্যবসায়ীর ভাড়া বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার হাসপাতাল কলোনীর সাদ্দাম হোসেনের ছেলে সোহাগ (১৯) ও সান্তাহার ইউপির দমদমা গ্রামের মৃত নুরুল ইসলাম নুরের ছেলে মুনজুরুল ইসলাম মজনু (৩৭) । আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি চুরি সংক্রান্ত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
এসআই আব্দুল মান্নান বলেন, গত ২৩ সেপ্টেম্বর বিকালে উপজেলার সান্তাহার মেইন রোডে রাবেয়া প্লাজার ৩য় তলায় ভাড়া বাসা থেকে ব্যবসায়ী মেহেবুব খানের স্ত্রীর ৪.৫ আনা ওজনের একটি স্বর্ণ চুরি যায়। এরপর পুলিশ প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করেন। শনিবার বিকালে সান্তাহার রেলগেট এলাকা থেকে প্রথমে সোহাগকে আটক করেন এবং তার দেওয়া তথ্য মতে দমদমা গ্রামের নিজ বাড়ি থেকে মুনজুরুল ইসলাম মজনুকে আটক করেন। এরপর তার বাড়ি থেকেই চুরি যাওয়া ৪.৫ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, একটি ইমিটশনের গোল্ড রংয়ের গলার হাড় ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার দুপুরে গ্রেপ্তার মুনজুরুল ইসলাম মজনু ও সোহাগের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।