আজ মাদারীপুর জেলার, বিভিন্ন উপজেলায়,প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জোট -এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করন প্রত্যাশি জোটের ডাকা,কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। গতকাল পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, প্রেসক্লাবে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়, সভায় তাদের দাবি পক্ষে আন্দোলনরত শিক্ষকদের উপর, পুলিশ -জলকামান নিক্ষেপ, টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জের মাধ্যমে, তাদের ছএভঙ্গ করে দেয়।অনেক শিক্ষককে গ্রেফতার করা হয়। পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষক গুরুতর আহত হন।পরবর্তীতে শিক্ষকবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে,আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়।শিক্ষক নেতারা বলেন,তারা মাএ ১০০০টাকা বাড়ি ভাড়া,৫০০টাকা মেডিকেল ভাতা ও ৫০%উৎসব ভাতা পেয়ে আসছেন। দ্রব্যমূল্যের এই ঊর্ধমুখী বাজারে,তারা মানবেতর জীবনযাপন করছে। তাদের দাবি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১৫০০টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫%উৎসব বোনাস আদায়ের লক্ষ্যে তাদের এই আন্দোলন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দাবি পূরন না হওয়া পর্যন্ত এবং শিক্ষকদের উপর নির্যাতন কারিদের শাস্তি নিশ্চিত না হওয়ায় পর্যন্ত এই কর্মবিরতি ও ঢাকার কর্মসূচি চলমান থাকবে।কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে-কালকিনি উপজেলার বিভিন্ন স্কুল, গোপালপুর উচ্চ বিদ্যালয়,কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,আন্ডারচর মাদ্রাসা,ঝুরগাও উচ্চ বিদ্যালয়
, সাহেব রামপুর উচ্চ বিদ্যালয় এবং ডাসার উপজেলার বিভিন্ন বিদ্যালয়,খাতিয়াল উচ্চ বিদ্যালয়,ধ্বজী হামিদীয়া মাদ্রাসা, শশিকর উচ্চ বিদ্যালয়,ডিকে আইডিয়াল সহ বিভিন্ন বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে।মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল -আলহাজ্ব আমিনউদ্দীন হাইস্কুল,সামসুনাহার বালিকা উচ্চ বিদ্যালয়,মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আসমত আলী খাঁন পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন।