কুড়িগ্রামে এক অবিবাহিতা বালিকাকে ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(১) ধারার অভিযুক্ত আসামী মোঃ তোফাজ্জল হোসেনকে নারী ও শিশু মামলা নং- ১১/২০১০ ইং মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত । সেই সাথে এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১( এক) বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
গত রবিবার দুপুরে এ মামলার রায় ঘোষণা দেন কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ তোফাজ্জল হোসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা ঝেল্লারাম গ্রামের মোঃ সাহাবুদ্দিনের ছেলে।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, আসামী মোঃ তোফাজ্জল হোসেন ভিকটিমের গ্রামবাসী হওয়ার সুবাদে বিভিন্ন সময় তাদের বাড়ীতে তার পিতা- মাতার সাথে কথা বলার জন্য আসা- যাওয়া করতেন। বিগত ২১/০৫/২০০৯ ইং তারিখে তার পিতা অন্যের বাড়িতে দিনমজুর কাজ করতে যান। ঐদিন সকালে তার মা তার বোনের বাড়িতে বেড়াতে যান।ভিকটিম তাদের নিজ বসতঘরে একাকী বাড়ির কাজ করছিলো। ঐ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আসামী তোফাজ্জল আকস্মিক ঘরে প্রবেশ করে পিছন থেকে তার মুখ গামছা দিয়ে বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আসামি ভিকটিমকে বলে এ কথা প্রকাশ করলে তাকে খুন করার হুমকি দেন,আর যদি না বলে তাকে বিয়ে করার আশ্বাস দেন। এ ঘটনার পর আরো কয়েকদিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করেন।এর ফলে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন।ভিকটিম আসামীকে তাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে বললে আসামী টালবাহনা করতে থাকেন। পরে ১৭/১০/২০০৯ ইং তারিখে তাদের বাড়িতে স্হানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে সালিশদের কাছে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে ৩ দিনের মধ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরও আসামী তাকে বিয়ে না করায় ভিকটিম থানায় গিয়ে মামলা দাযের করেন। যা নারী ও শিশু মামলা নং ১১/২০১০।
এ মামলার প্রেক্ষিতে উলিপুর থানার ওসি নির্দেশে একজন এসআই ভিকটিম এর ডাক্তারী পরিক্ষা সহ কতিপয় সাক্ষীর ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। তারপর তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় চার্জশীট দাখিল করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার বলেন, আসামী তোফাজ্জল হোসেন এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১( এক) বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।