1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গুনায় নাগরিকতা প্রকল্পের সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি মবিলাইজেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নে হামলার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্ব: নারী ছুরিকাহত, গ্রামপুলিশকে গণধোলাই টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে বালিকাকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হবিগঞ্জের লাখাইয়ে করাব ইউনিয়ন: সেবায় চরম অব্যবস্থা, জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্ব: নারী ছুরিকাহত, গ্রামপুলিশকে গণধোলাই

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এই ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন এক গ্রামপুলিশ সদস্য। আহত নারী ও গ্রামপুলিশ সদস্য—উভয়েই বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ছয়টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এই ঘটনা ঘটে।
আহত নারী হলেন কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা সোনিয়া (নাম পরিবর্তন করা হয়েছে)। গণধোলাইয়ের শিকার গ্রামপুলিশ সদস্য হলেন আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাত আলী, যিনি মণ্ডলগাতি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চোরাই ইজিবাইক কেনাবেচার বিষয় নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া গ্রামপুলিশ সদস্য জিন্নাত আলীকে কৃষ্ণবাটিতে ডেকে আনেন। সেখানে কথোপকথনের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
বাকবিতণ্ডার এক মুহূর্তে জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন। এই ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করেন এবং তাকে গণধোলাই দেন। এতে জিন্নাত আলীও গুরুতর আহত হন।
পরে উভয়পক্ষের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থল থেকে আহত সোনিয়া এবং জিন্নাত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার (জিন্নাতের) মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেছিলেন। পরে জানা যায়, ওই ইজিবাইকটি ছিল চোরাই। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।” তিনি আরও জানান, ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com