1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গুনায় নাগরিকতা প্রকল্পের সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি মবিলাইজেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নে হামলার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্ব: নারী ছুরিকাহত, গ্রামপুলিশকে গণধোলাই টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে বালিকাকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হবিগঞ্জের লাখাইয়ে করাব ইউনিয়ন: সেবায় চরম অব্যবস্থা, জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়

গুনায় নাগরিকতা প্রকল্পের সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি মবিলাইজেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে সেবা মানব কল্যাণ কেন্দ্র বাস্তবায়িত নাগরিকতা এসসিইজিই-সিভিসি প্রকল্পের আওতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী ‘কমিউনিটি মবিলাইজেশন অ্যান্ড এওয়ারনেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

নারী জাগরণ, ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সকালে বুড়িরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‌্যালি বের হয়ে হাজারবিঘা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগী ছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইদুর রহমান, ইউপি প্রতিনিধি রিফাতুজ্জামান, সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আয়েশা সিদ্দিকা (৪,৫ ও ৬ নং ওয়ার্ড), সিএসও প্রতিনিধি মো. শাহীন হাওলাদার, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা এবং এসএমকেকে বরগুনা সদর টিম।

র‌্যালির অংশগ্রহণকারীরা হাতে বহন করেন নারী ক্ষমতায়ন, জলবায়ু ন্যায়বিচার, নারী সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির বার্তাসমৃদ্ধ ব্যানার ও প্ল্যাকার্ড। র‌্যালিজুড়ে প্রতিধ্বনিত হয় স্লোগান ‘মেয়েরা যদি এগিয়ে যায়, তবেই দেশ এগিয়ে যায়।’ অংশগ্রহণকারীরা প্রকল্পের লোগোসম্বলিত টি-শার্ট ও ক্যাপ পরে ক্যাম্পেইনের প্রতি সমর্থন জানান।

র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও ভিডিও উপস্থাপনায় বাল্যবিবাহ প্রতিরোধ, গ্রাম আদালত, নারী ক্ষমতায়ন, বিষমুক্ত কৃষি, লবণসহিষ্ণু ফসল এবং জলবায়ু সংকট বিষয়ে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আইনি সচেতনতা, পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবনমান গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় এসএমকেকে বরগুনা সদর প্রকল্প অফিসের কমিউনিটি মবিলাইজার রেশমা আক্তার রিমা নাগরিকতা এসসিইজিই–সিভিসি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, মাঠপর্যায়ের কার্যক্রম ও সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তিনি জানান, প্রকল্পটি চলতি বছরের শুরু থেকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর, ফুলঝুড়ি, আয়লাপাতাকাটা ও বদরখালি এই চারটি ইউনিয়নে ১২শ’ সুবিধাবঞ্চিত নাগরিককে নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় ক্যাম্পেইন সম্পর্কে তাদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে কমিউনিটি মবিলাইজার রেশমা আক্তার রিমা সকলকে ধন্যবাদ জানিয়ে দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com