রমজান আসার পর থেকে ইফতারের আগ মুহূর্তে মেট্রোরেলে যাত্রীদের চাপ ব্যাপক হারে বেড়ে যায়। বিকেল ২টা থেকে ৩টা বাজলেই মতিঝিল, সচিবালয়, শাহবাগ ও কারওরান বাজার, ফার্মগেট, মিরপুর ১০, এই মেট্রোস্টেশনে সৃষ্টি হয় উপচেপড়া মানুষের ভিড়। অন্যান্য যেকোনো সময়ের তুলনায় ইফতারের আগে মেট্রো স্টেশন গুলোতে যাত্রীদের চাপ দ্বিগুণেরও বেশি বেড়ে যায় ।
বুধবার বিকেলে থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসব মেট্রোস্টেশন গুলোতে গিয়ে এসব চিত্র দেখা গিয়েছে , এক পর্যায়ে দীর্ঘ লাইন হতে হতে স্টেশন ছাড়িয়ে চলে যায় নিচের সিড়ি হয়ে নিচের রাস্তা পর্যন্ত । এসব চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেট্রো স্টেশন কর্তব্যরত পুলিশ আনসার নিরাপত্তাকর্মীরাও।
মতিঝিল স্টেশনে গিয়ে দেখা গেছে, অফিস শেষে করে ফেরত মানুষজনের লাইন টিকিট কাউন্টার থেকে শুরু করে আশেপাশের রাস্তা পৌঁছে যায়, নারী এবং পুরুষ একই পর্যায়ে সবাই দীর্ঘ লাইনে অপেক্ষা করে মেট্রোস্টেশনের দিকে এগোচ্ছেন। এবং কিছু কিছু যাত্রী জানান যে অতি-যাত্রী চাপের কারণে টিকিট মেশিন একদম আস্তে আস্তে গতিতে কাজ করছে।একই অবস্থা দেখা গেছে সচিবালয়, শাহবাগ ও কারওয়ান বাজার ফার্মগেট মিরপুর ১০ স্টেশনে। কারণ সবার মুখে একটাই কথা যে ইফতারির আগে বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতারি করা।