কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে খোকসা বাস স্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের একাংশ। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ঘটনাব্যাপী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান নিজ বাড়িতে আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন কে আটকে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং সন্ধ্যায় খোকশাতা নাই একটি লিখিত অভিযোগ করেন। আলমগীরকে ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে নেওয়ার তিন মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রথম আলোর কাছে এসেছে। আলমগীরের অভিযোগ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উদ্দিন খানের ভাই রহিম খান চেয়ারম্যান পদে নির্বাচন করেন।