1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর পর আজ পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন মোংলা কোস্ট গার্ডের উদ্যােগে দুর্যোগকালীন উদ্ধার ও সচেতনতায় কর্মশালা ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ১৭ বছর পর রাস্তায় আলোর মুখ দেখলো ৫০০ পরিবার, উদ্যোগ নিলেন চেয়ারম্যান আইয়ুব বাগমার টিকরকান্দি স্পোটিং ক্লাবের উদ‍্যোগে ঘরোয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ২৩ বছর পর কাঙ্ক্ষিত জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শিবচরের কৃতি সন্তান ডিআইজি রেজাউল করিম মল্লিকের সফর: পিতার কবর জিয়ারত ও থানায় মতবিনিময় গাবতলীর সোন্দাবাড়িতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান: নারী মাদক ব্যবসায়ীসহ আটক -(০২)ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ৪৭৫ (চারশত পচাত্তর) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আটক দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

গত ১৫ জানুয়ারি থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে লালমনিরহাটের ৫ উপজেলার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা কর্মবিরতি পালন করছেন। এতে করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বাড়ির ভেতরে থাকা মিটার না দেখেই নেয়া হচ্ছে ইউনিট রিডিং। আর গ্রাহকদের কাছ থেকে মনগড়া বাড়তি বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এমন অবস্থায় দ্রুত বিল বিতরণকারীদের দাবি মেনে নেয়ার অনুরোধ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

বুধবার (৩১ জানুয়ারি)  সকাল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নেসকো কার্যালয়ের সামনে ৫ উপজেলা থেকে আসা পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা এই কর্মবিরতিতে অংশ নেন। এতে চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি দেন তারা। ওই সময় গ্রাহকরা ভুতুড়ে বিলে নিয়ে নেসকো কার্যালয়ে এসে অভিযোগ করেন।

পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারী ইউসুফ আলী (৭০) বলেন, প্রায় ২০ বছরের বেশি থেকে আমি প্রতিটা বাড়িতে গিয়ে বিল বিতরণ করে আসছি।  নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর আগে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বয়স শেষ হয়ে গেলেও চাকরি স্থায়ীকরণ হয়নি। চাকরি স্থায়ীকরণ না হলে আমি পরিবার নিয়ে কোথায় যাবে । আমার আত্মহত্যা ছাড়া কোন পথ থাকবে না।

পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা জানান,  দীর্ঘ ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত আছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের ৬শ’ জনের ঊর্ধ্বে পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই অবিলম্বে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

জেলা নেসকোর পিচরেট ঐক্য পরিষদের সভাপতি কালী শঙ্কর রায় বলেন, প্রি-প্রেইড সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেম পুরোপুরি চালু হলে আমরা চাকরীচ্যুত হবো। তাই আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর আগে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেন। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হচ্ছে। আমরা এমডির এই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা নেসকোর পিচরেট ঐক্য পরিষদের সভাপতি কালী শঙ্কর রায়, নেসকো অফিসের সভাপতি বাবু জগন্নাথ রায়, পাটগ্রাম নেসকো অফিসের পিচরেট ঐক্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন বাবু, কালীগঞ্জ নেসকো অফিসের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ঢালীসহ ৫ উপজেলার পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com