শনিবার (৯ মার্চ) দিনভর ভোট শেষে সন্ধ্যায় গণনার পর বকশীগঞ্জ উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এই ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌর নির্বাচনে ফখরুজ্জামান মতিন (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসমাইল হোসেন বাবুল তালুকদার (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৩৪ ভোট। সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর(জগ) নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট
আনোয়ার হোসেন বাহাদুর(রেল ইঞ্জিন) ১ হাজার ২৬৩ ভোট।বকশীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।