খুলনার পাইকগাছায় চলন্ত বাসের ধাক্কায় মোছাল সরদার (৫৫) নামে এক ভ্যান যাত্রী নিহত এবং ভ্যান চালকসহ দু’জন আহত হয়েছেন। উপজেলার লক্মীখোলা গ্রামের মৃতঃ মান্দার সরদারের ছেলে মোছাল নিহত হয়েছে এবং একই গ্রামের মোক্তার গাজীর ছেলে ভ্যান চালক লিটন গাজী(২৭) ও মৃতঃ ইন্তাজ গাজীর ছেলে ভ্যানযাত্রী লিয়াকত গাজী(৫২) নামে দু’ব্যক্তি আহত হয়েছে।
আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সকাল সাড়ে ৮ টায় লস্কর ইউনিয়নের শ্মরনখালীস্থ কৃষি কলেজ সংলগ্ন পাইকগাছা-কয়রার মেইন সড়কে এ দুর্ঘটনায় হতা-হতের ঘটনা ঘটে। ঘতক বাস জব্দ করা হলেও ড্রাইভার নুহু পালাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার তথ্য দিয়ে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ মর্গে পাঠানো হয়েছে।