1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শিবগঞ্জ মোকামতলায় ৮ কেজি গাজাঁসহ ২ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরের কা‌শিমপুরে দুর্গা পূজার প্রতীমা ভাংচু‌র করল দুর্বৃত্তরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ যে সীমান্তে প্রাণ গেছে ফেলানীর সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর চাকরি পেলেন তার ছোটভাই প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণের ঘটনায় দুই আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া সড়কের বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মদ তৈরির উপকরণ উদ্ধার ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকীতে স্কুলপথে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

অদৃশ্য নায়করা: ক্যান্সার চিকিৎসার প্রান্তরে বাংলাদেশের মেডিকেল ফিজিসিস্টদের সংকট

মোঃ আবদুল্লাহ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসের প্রেক্ষাপটে উদ্ভাসিত হলো রেডিওথেরাপিতে দক্ষ জনবলহীনতার চরম বাস্তবতা—যন্ত্র আছে, কিন্তু ব্যবহার নেই।
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ — প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস (World Radiotherapy Awareness Day – WRAD)। এ দিনে শুধু রেডিওথেরাপির গুরুত্ব তুলে ধরা হচ্ছে না, বরং ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘাটতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকের জন্য রেডিওথেরাপি অপরিহার্য। এটি কেবল রোগ নিরাময়ের একটি পদ্ধতি নয়, বরং বহু রোগীর জীবনের রক্ষাকবচ। উচ্চ শক্তির বিকিরণ ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়, তবে এ সময় সুস্থ কোষ রক্ষার সূক্ষ্ম কৌশল প্রয়োজন। এবং এই সূক্ষ্ম কাজের নেতৃত্ব দেন চিকিৎসা পদার্থবিদ বা মেডিকেল ফিজিসিস্টরা।
২০১৮ সালে বাংলাদেশ মেডিকেল ফিজিসিস্ট সোসাইটির (BMPS) দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে সরকারি চারটি হাসপাতালে ১২টি মেডিকেল ফিজিসিস্ট পদ তৈরি করা হয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও একটিও পদে নিয়োগ হয়নি। ফলে কোটি কোটি টাকার বিনিয়োগে আনা আধুনিক রেডিওথেরাপি যন্ত্রগুলো বিশেষজ্ঞের অভাবে বা ব্যবহার হয়নি, বা সীমিত ব্যবহারে রয়েছে। রোগীরা ঠিক সময়ে এবং সঠিকভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেসরকারি হাসপাতালগুলোতে যেখানে মেডিকেল ফিজিসিস্ট নিয়মিত থাকেন, সেখানে যন্ত্রগুলো কার্যকরভাবে ব্যবহৃত হয়। কিন্তু সরকারি হাসপাতালে এই অভাব পুরো সিস্টেমকে ভঙ্গুর করে তুলেছে। দক্ষিণ এশিয়ায় রেডিওথেরাপি সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান একেবারে নীচে—এটি কেবল পরিসংখ্যান নয়, রোগীদের জন্য বাস্তব সমস্যা।
চিকিৎসা পদার্থবিদদের কাজ সীমাবদ্ধ নয় শুধু যন্ত্র পরিচালনায়। তারা নির্ধারণ করেন সঠিক বিকিরণ ডোজ, তৈরি করেন চিকিৎসা পরিকল্পনা, যাচাই করেন যন্ত্রের কার্যকারিতা, নিশ্চিত করেন রেডিয়েশন সুরক্ষা, এবং নতুন প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনেও নেতৃত্ব দেন।
অধ্যাপক মো: মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক, মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, গণ বিশ্ববিদ্যালয় বলেন,
“যদি চিকিৎসা পদার্থবিদ থাকত, তাহলে এই যন্ত্রগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যেত। রোগীরাও পেত নিরাপদ ও কার্যকর চিকিৎসা। কিন্তু বিশেষজ্ঞহীনতা রোগীদের জীবন ঝুঁকিতে ফেলে।”
স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা প্রায়ই কাগজপত্র, প্রশাসনিক বাধা বা চেকলিস্টের কথা বলেন। কিন্তু এর ব্যয় বহন করতে হয় রোগীদের। চিকিৎসা পদার্থবিদ ছাড়া যেকোনো রেডিওথেরাপি বিভাগ কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এটি কেবল অবহেলা নয়, বরং রোগীর জীবনের সঙ্গে অবিচার।
দিবসের স্লোগান “Radiotherapy is care, trust, and standing beside patients” কেবল শব্দ নয়, এটি একটি বাস্তবতা। প্রতিটি রোগীর অধিকার আছে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পাওয়ার। কিন্তু বাংলাদেশে মেডিকেল ফিজিসিস্টদের নিয়োগহীনতা সেই অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে।
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস আমাদের মনে করিয়ে দেয়—ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুধুই যন্ত্রের নয়, দক্ষ জনবলও সমান গুরুত্বপূর্ণ। মেডিকেল ফিজিসিস্টদের ছাড়া এই লড়াই জেতা সম্ভব নয়। তাই এখনই প্রয়োজন দ্রুত পদে নিয়োগ, কার্যকর উদ্যোগ এবং সমান চিকিৎসা নিশ্চয়তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com