তারা জানান বিগত একযুগের বেশি সময় ধরে তারা কক্সবাজার জেলায় গোল্ডেন জেনারেশন অফ বাংলাদেশ কর্তৃক বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে আসছে, তার মধ্যে অন্যতম হলো প্রতি জুমাবার একটা ডিম কক্সবাজার জেলার বিভিন্ন ছিন্নমূল মানুষদেরকে খাবার খাওয়ানোসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে আসছে। তারা জানান,তারা এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এই কার্যক্রম গুলা পরিচালনা করে, বাহির থেকে কোন অর্থায়ন কালেকশন করে না।তারা আরো জানান, গতকাল ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নে গোল্ডেন জেনারেশন অব বাংলাদেশ এর সদস্যগণ বাসায় গিয়ে গিয়ে শীত বস্ত্রগুলো পৌঁছে দেন এবং ঈদগাও বাস স্টেষনেরিকশা চালকদের মধ্যেও বিতরণ করা হয়। এদের সামনে আরেকটি বড় প্রকল্প হলো থার্টি ওয়ান ফার্স্ট নাইট গোল্ডেন জেনারেশন অব বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র কর্মসূচি পালন করা হবে সারা বাংলাদেশ , বিশেষ করে কক্সবাজার জেলা, চট্টগ্রাম মহানগর, ঢাকা মহানগর, ঢাকা জেলাসহ বিভিন্ন জায়গায় এ কার্যক্রম পালন করা হবে বলে জানান।