নরসিংদীর মনোহরদীতে ছাত্রীকে যৌন হয়রানী ও বিভিন্ন অনিয়মের বিচার দাবীতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।বিগত রবিবার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরসাগরদী আলিম মাদ্রাসা চত্বরে অধ্যক্ষ আঃরহীমের বিরুদ্ধে শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশবুলেটিন প্রতিনিধি কে জানান,অধ্যক্ষ আঃরহীম ইতিপূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া এনটিআরসি এর মাধ্যমে মাদ্রাসা গভনিং বডি,র সভাপতির স্বাক্ষর জাল করে ৫ জন শিক্ষক কে নিয়োগ প্রদান করেন।পরে তা জানাজানি হয়ে গেলে মাদ্রাসার গভনিং বডির সভাপতি,খিদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মাহবুবুর রহমান জামিল এর অভিযোগের ভিত্তিতে তাদের নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় এনটিআরসি।এখনো এ ঘটনার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
এরই মধ্যে মাদ্রাসা ছাত্রীদের সাথে যৌন হয়রানী ও অশালীন আচরণের অভিযোগ উঠে অধ্যক্ষের বিরুদ্ধে, শিক্ষার্থীরা আরো জানান,অধ্যক্ষ আঃরহীম প্রায়ই ক্লাশে ঢুকে মেয়েদের অশালীন ও কূরুচিপূর্ণ বাক্য বলে গালি দেয়।যার কারণে ক্লাশে শিক্ষার্থীরা ব্রিবত কর অবস্থায় পড়ে। এ ব্যাপারে মাদ্রাসার গভনিং বডির সভাপতি বরাবর অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে অধ্যক্ষের অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে,অধ্যক্ষ আঃরহীমের অপসারণ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।
এ ব্যাপারে গভনিং বডির সভাপতির কাছে জানতে চাইলে, তিনি বলেন, অধ্যক্ষ আঃরহীম দীর্ঘ দিন যাবৎ শিক্ষার্থীদের সাথে অসৎ আচরণ করে আসছে।কয়েকদিন আগে ভোক্তভোগী শিক্ষার্থীরা আমার কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে।আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক কর্মকতাকে অবহিত করেছি।উপজেলা মাধ্যমিক কর্মকর্তা,জনাব শহীদুর রহমান বলেন,অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানী ও অশালীন আচরণ করা সম্পর্কে আমাকে জানানো হয়েছে।অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।