ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনিয়মের অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নবীনগর পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ও হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানে বড় বাজারে চালের বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা। পাশাপাশি চালের দোকানগুলোতে অধিক মজুত করা হচ্ছে কিনা সেটিও তদারকি করা হয়।তিনি আরো জানান, চালের বাজারের পাশাপাশি হোটেল রেস্তোরাঁ গুলোতে ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ৩টি রেস্টুরেন্টে ও ১টি হোটেলে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।