পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিবকে পুনরায় স্বপদে পূর্ণবহাল করা হয়েছে। শুক্রবার (২৩ মে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা ছাত্রদলের আওতাধীন নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন সজিবকে তার দলীয় সাংগঠনিক পদে পূর্ণবহাল করা হলো। আজ থেকে তার সাংগঠনিক কার্যক্রমে কোন বিধি-নিষেধ থাকবে না।
এক জরুরি সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি।
এ বিষয়ে ইমরান হোসেন সজিব বলেন, “আলহামদুলিল্লাহ, সম্মান দেয়ার মালিক আল্লাহ। আমি সব সময়েই আমার ঊর্ধ্বতন নেতাদের যেকোনো সাংগঠনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসছি। তাদের নেতৃত্বে এবং তাদের দোয়া নিয়ে সামনের দিনগুলো চলতে চাই।”
মো. ইমরান হোসেন সজিবকে পুনরায় স্বপদে পূর্ণবহাল করার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানজির রশিদ বাপ্পি বলেন, তিনি বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীদের একাধিকবার হামলা-মামলার শিকার হয়েছেন। দুঃসময় যারা ছাত্রদলের পাশে থেকে সংগ্রামে রাজপথে অংশগ্রহণ করেছেন এ ধরনের ত্যাগী নেতাদের ছাত্রদল মূল্যায়ন করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলেনি। তাই পূর্বের একটি ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ৪ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছিল।