উদ্য ২৫ মে ২০২৫ রবিবার বেলা ১১:৩০ মিনিট বগুড়া গাবতলীতে “তোমাদের জন্য এনজিও ‘র প্রধান কার্যালয় গাবতলী উপজেলা চত্বর (সোনালী ব্যাংকের নিচে) এনজিও মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালয় এনজিও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু বলেন “অলস ভিক্ষুকের হাতকে কর্মীর হাতিয়ার করে গড়ে তুলায় “তোমাদের জন্য ” এর মূল লক্ষ্য।এই প্রতিষ্ঠান বেকার কর্মসংস্থানের জন্য উৎপাদন মুখী কর্মের ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান চলমান
কর্মসংস্থানের মধ্যে অন্যতম প্রকল্প হল প্রতিবন্ধীদের আয় বর্ধনমূলক কর্মসূচি ।
তিনি আরো বলেন তোমাদের জন্য প্রতিষ্ঠানের ভাষায় প্রতিবন্ধীদের কে প্রতিবন্ধী বলা যাবে না বলতে হবে চাহিদা সম্পন্ন ব্যক্তি। ইসলাম এই শিক্ষায় দিয়েছে।
প্রতিবন্ধী কাকে বলে, প্রতিবন্ধী কেন হয়, প্রতিবন্ধীদের কি ভাবে কর্মের ব্যবস্থা করা যায় পরবর্তী কর্মশালায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে গাবতলী উপজেলার ১২ টি ইউনিয়ন ও গাবতলী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ থেকে ১৮ বছরের শিশু ও কিশোর স্পেশাল শিক্ষা ও একীভূত শিক্ষার সুযোগ পাবে। থেরাপি ও সহায়ক উপকরণ প্রদানের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
তারা তাদের প্রতিবন্ধী সন্তানদের সমাজের মুল স্রোত ধারায় সম্পৃক্ত করার যোগ্যতা অর্জন করবে। সংশ্লিষ্ট এলাকার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর সামাজিক ভাবে পূর্ণবাসিত হবে। যাদের বয়স ১৮ থেকে ৫০ বছর তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। তারা সমাজের বোঝা নয়,সম্পদে পরিণত হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনজিও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম তুষার প্রজেক্ট কো অডিনেটর আবু নাসের ভোটো,কোষাধক্ষ্য আব্দুল আলীম শাওন, বিএনপি নেতা অধ্যক্ষ ইউসুফ আলী গাবতলী পৌর স্বেচ্ছাসেবক দল নেতা দৌলাত প্রশিক্ষক আলাপি বেগম সাথী বেগম সহ আরো অনেকে।