আজ বৃহস্পতিবার ১০/০৪/২৫ সারা দেশে চলছে এসএসসি দাখিল ও সমমনা পরিক্ষা। ৬৪ জেলার মধ্যে একটি জেলা পাবনা, পাবনা জেলার ভাংগুড়া উপজেলা, এই ভাঙ্গুড়া উপজেলায় ৭ টি কেন্দ্র চলছে এসএসসি দাখিল ও সমমনা পরিক্ষা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়ে শত শত পরিক্ষার্থী আসছে পরিক্ষা দিতে। কেউ আসছে গ্রাম থেকে কেউ আসছে শহর ও বিভিন্ন এলাকা থেকে। আসছে তাদের অভিবাবকেরা।
অভিভাবকদের কাজ থেকে জানা যায় এসএসসি পরীক্ষা এটি একটি গুরুত্বপূর্ণ পরিক্ষা। এই পরিক্ষায় ভালো ফলাফল করে কেউ বিশ্ববিদ্যালয় কেউ মেডিকেলে কেউ ইন্জিনিয়ার ভর্তি হবে।তাই পরিক্ষা দিতে তাদের ছেলে মেয়েরা আসছে অনেক আশা নিয়ে আশা করি ভালো ফলাফল করবে।
তবে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যদের কাছ থেকে জানা যায়। ভাঙ্গুড়া উপজেলা জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে সুন্দর পরিবেশ ও নকল মুক্ত এসএসসি দাখিল ও সমমনা পরিক্ষা হচ্ছে।সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।