বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে। কিন্তু বিদ্যালয়ের গেটসংলগ্ন রাস্তাটি বর্তমানে পরিণত হয়েছে এক মরণ ফাঁদে।
বিদ্যালয়ের গেট সংলগ্ন রাস্তা দিয়ে একটি ড্রেন রয়েছে। ড্রেনের অধিকাংশ ঢাকনা ভেঙে পড়ে গেছে, কোথাও কোথাও ভেতরের রড বেরিয়ে আছে। এই রডের আঘাতে ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
বর্ষার সময় এ সমস্যাটি আরও ভয়াবহ রূপ নেয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটির উপর প্রায় এক হাঁটু পানি জমে থাকে। পানিতে ড্রেনের ভাঙা ঢাকনা ঢাকা পড়ে যায়। তখন শিক্ষার্থীরা অসচেতনভাবে সেখানে পা দিলেই ড্রেনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অভিভাবকেরা প্রতিদিন সন্তানদের নিয়ে ভয়ে থাকেন, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়।
এছাড়াও ড্রেনটি একটি নর্দমার সঙ্গে সংযুক্ত থাকায় বৃষ্টি হলে যখন রাস্তার উপরে এক হাঁটু পানি জমে তখন এই নর্দমার পানি শিক্ষার্থীদের পায়ে লাগার কারণে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। এ কারণে এই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অনেক সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি পৌর প্রশাসকের দৃষ্টি গোচর করানো হলেও দীর্ঘদিনেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, “শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়। ড্রেনের ভাঙা ঢাকনা ও রডগুলো দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরও জানান, “বিদ্যালয়ের সামনে যদি এমন ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, তাহলে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়া ছাড়া উপায় নেই।” বিদ্যালয়ের মাঠ নিচু থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু পানি জমে থাকে, এ কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের শারীরিক গঠন ও মেধার বিকাশ হচ্ছে না।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে বিদ্যালয়ের মাঠ ও রাস্তাটি অন্ততপক্ষে দুই ফুট উঁচু করে দ্রুত সংস্কার করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।