বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের খুলনার দাকোপ উপজেলায় পথ সভা ও উপজেলা আমীর শহীদ মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করার উদ্দেশ্য কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নৌপথে দাকোপ উপজেলার চালনায় আগমন করেন। গতকাল মঙ্গলবার ( ২২ শে জুলাই ) সকালে কয়রা উপজেলা জামায়াত আমীর মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে কয়রা থেকে নৌপথে প্রায় তিন শতাধিক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা চালনায় আগমন করেন। গত ১৯ জুলাই (শনিবার) ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে রয়েল পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এর ধাক্কায় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ শাহাদাৎবরণ করেন।
মঙ্গলবার (২২ জুলাই) শহীদ মাওলানা আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ ও চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এরপর তিনি স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির ভাষন দেন। বেলা ১১ টায় বি এম গ্যাস কোম্পানির হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমান কলম এর বাড়ির উদ্দেশে দাকোপ ত্যাগ করবেন।