চলতি মাসের শুরু থেকেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে দ্বিতীয় ধাপে ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে এই কাজ বয়েন মার্কেট মোড় এলাকায় কেন্দ্রীভূত হওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
ড্রেন নির্মাণের জন্য রাস্তার এক পাশে খনন কাজ চলায় সড়ক সরু হয়ে গেছে। অন্যদিকে, ঠিক সেই মোড়েই ‘ঈদ শুভেচ্ছা’ ও ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুরবাসীর দোয়া ও সমর্থন’ চেয়ে একটি গেট নির্মাণ করেছে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান বিশ্বাস হাবলু মোল্লা। গেটের খুঁটি স্থাপন ও ড্রেনের মাটি রাস্তায় পড়ে থাকায় যান চলাচলের জন্য কার্যত কোনো পথ খোলা থাকছে না।
এর ফলে সড়কে যানবাহনের গতি প্রায় অচল হয়ে পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের। ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং জরুরি সেবার যানবাহনও মারাত্মক সমস্যায় পড়ছে।
স্থানীয়রা বলছেন, ড্রেন নির্মাণ একটি প্রয়োজনীয় কাজ হলেও একই সময় ও একই স্থানে রাজনৈতিক গেট নির্মাণ জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে ঈদ ও নির্বাচন ঘিরে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।