বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ইংরেজি ভাষায় দক্ষ না হওয়া পর্যন্ত সম্প্রতি চালু হওয়া আইইএলটিএস প্রোগ্রাম চলমান থাকবে। প্রয়োজনে এ প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকেও সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
বৃহস্পতিবার (২২ মে) একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি কক্ষে কিক ও বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত ‘ইন্ট্রোডাকটরি কোর্স অন আইইএলটিএস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “একাডেমিক ও পেশাদারি জীবনে সফল হতে হলে বাংলার পাশাপাশি ইংরেজিতেও দক্ষতা অর্জন করা জরুরি। বর্তমানে বিদেশে পিএইচডি করার জন্য ন্যূনতম আইইএলটিএস স্কোর ৬ প্রয়োজন হয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছে।”
তিনি আরও জানান, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) পর এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পরস্পরের সঙ্গে স্পিকিং ও লিসেনিং অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ানোর পরামর্শও দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে উপাচার্য বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক অর্থে আবু সাঈদের বিশ্ববিদ্যালয়। তাঁর রক্তের প্রতি আমরা ঋণী। কাজেই কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তোমাদের মাধ্যমেই আমরা বিশ্বে পরিচিত হতে চাই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
পরে কিকের মেন্টর মাহমুদ রেজা শিক্ষার্থীদের জন্য এক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।