আসসালামু আলাইকুম
আমি ইউএস ডিজাইন বিডি থেকে রুমানা বলছি।
ইউ এক্স ডিজাইনের মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশের জন্য স্কুল জিনিয়াস নামে একটা প্রোগ্রাম চালু করা হবে। যেটা হবে আইসিটি রিলেটেড।এটার জন্য আমরা বাচ্চাদের কিছু গিফট দিব এবং একটা ক্যালেন্ডার ও রুটিন যাবে যেখানে কোম্পানির এড দেয়া হবে। বাচ্চাদের পুরস্কারের জন্য আমরা ল্যাপটপ প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য রাখবো।
এজন্য আমরা স্পন্সর খুঁজছি। আমাদের অফিস ফার্মগেটে। বাংলাদেশে আমরা পাঁচ বছর ধরে কাজ করছি।
UX Design BD LTD
ফেসবুকে এটা ট্রেনিং পেজ ও আছে সার্ভিস পেজ ও আছে। ঢাকায় প্রথম দশটা স্কুলে প্রোগ্রাম হতে যাচ্ছে। এর পরবর্তীতে সারা বাংলাদেশ ব্যাপী এক যোগে এই প্রোগ্রামটা হবে। যেহেতু আমি টিচার ছিলাম ”সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ” সেহেতু এই ধরনের স্কুল থেকে আমরা প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ।