পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার; উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন; সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসেন ও মোস্তান হাফিজ; উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো. আব্দুল হাই; সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শিক্ষক নেতা আহসানুল হক ছগির; ইন্দুরকানী প্রেসক্লাবের সেক্রেটারি মনিরুজ্জামান খান; ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইদুল ইসলাম শহীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন যাবৎ উন্নয়ন বঞ্চিত ইন্দুরকানী উপজেলায় বিভিন্ন দিক থেকে অনুন্নত ও সমস্যাগ্রস্ত অবস্থা বিদ্যমান, যা তিনি ইতিপূর্বে অনুধাবন করেছেন। অত্র উপজেলায় যে সকল অসুবিধা রয়েছে, তা পর্যায়ক্রমে ধাপে ধাপে সমাধানের ব্যবস্থা করা হবে।
এছাড়া অত্র উপজেলায় বিভিন্ন অনিয়ম–দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ধর্ষণসহ যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে তা দূর করতে প্রশাসনের পাশাপাশি সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অত্র উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। সময়ের পরিবর্তনের সাথে সাথে উন্নয়ন বঞ্চিত এই উপজেলাকে উন্নত ও সমৃদ্ধশালী করতে আরও তৎপর ও অঙ্গীকারবদ্ধ হতে হবে।