উত্তর আমিরাবাদ সার্বজনীন কালীমন্দির পরিচালনা কমিটি গঠন কল্পে এক সভা ২ মে সকালে কালীমন্দিরের অফিস কক্ষে মন্দির কমিটির আহবায়ক শ্রী রন্জন কুমার মজুমদার’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শ্রী রতন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা সুকুমার দাশ, রনেন্দ্রনাথ চক্রবর্তী,সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা তপন কান্তি দাশ, সহ সভাপতি শম্ভু ভট্টাচার্য রানা, শ্রী তাপস হোড়, উদয় শংকর মজুমদার, পলাশ দাশ, বিশ্বজিৎ চক্রবর্তী, শিক্ষক রিটন ভট্টাচার্য, শ্রীমান ভট্টাচার্য, শিক্ষক ভবতোষ দত্ত, সুমন মজুমদার হিরো প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা রন্জন কুমার মজুমদারকে সভাপতি, ব্যাংকার সুবীর কান্তি পাল কে সহ -সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক পার্থ সারথী দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক, শিক্ষক সুমন মজুমদার হিরো কে যুগ্ম সাধারন সম্পাদক, শিক্ষক ধ্রুবপদ দাশকে অর্থ সম্পাদক, শ্রীমান ভট্টাচার্যকে সহ-অর্থ সম্পাদক, রাজেশ চক্রবর্তী মামুনকে সাংগঠনিক সম্পাদক,রুবেল চক্রবর্তী কে দপ্তর সম্পাদক, বিকাশ কান্তি দাশ কে প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, সত্যজিৎ রায় চৌধুরী রবিন ও রুপন মজুমদার( ২) কে কার্যনির্বাহী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।