“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এরপর উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম মুগোল সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।