বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাত ১১.৩০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. আব্দুল বাছেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। ২১৪৭২ জন ভোটারের মধ্যে ১৬৮৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৭৯% ভোটার। নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। যা ছিল চোখে পড়ার মত। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ জানান, নির্বাচনে বিভিন্ন পদে ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।