1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার নিয়ামতপুর রসুলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রৌমারীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা প্রস্তুত সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা দরপত্র আহ্বান পরিবেশ ধ্বংসের দায়ে সাতকানিয়ায় অভিযান পরিচালনায় দুই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচয় মিললো ৮দিন বয়সের শিশুটির কয়েকদিন টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, দিশেহারা কৃষক স্কুল পরিচালনায় অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি ভিত্তিহীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সভায় গঠিত হলো এক্স-ক্যাপ ২০২৫ কার্যনির্বাহী কমিটি)

এইচএসসি পরীক্ষা ২০২৫: আসনে দূরত্ব, নজরদারিতে কড়াকড়ি

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে।শনিবার (২৪ মে) বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে। তবে প্রতিটি কক্ষে অন্তত দুজন পরিদর্শক থাকা বাধ্যতামূলক। এছাড়া পরীক্ষার্থীদের আসন কমপক্ষে ৩ ফুট দূরত্ব রেখে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার প্রতিটি দিন সকাল ১০টা ও বিকেল ২টায় শুরু হবে। পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্র যাচাই করে নির্দিষ্ট সেট নিরাপদ খামে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার দিন বোর্ড থেকে এসএমএসে পাঠানো সেট অনুযায়ী প্রশ্নপত্র খোলা এবং অব্যবহৃত সেট ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পরে এলে তার নাম, রোলসহ বিস্তারিত তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে বোর্ডে জমা দিতে হবে। কেন্দ্রের বাইরে জনসমাগম এড়াতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচার চালানো এবং প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার নির্দেশও রয়েছে।পরীক্ষা চলাকালীন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপত্রে ভুল থাকলে চার কর্মদিবসের মধ্যে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া পরীক্ষাকেন্দ্রে শুধু এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে এবং বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষা শেষে উত্তরপত্র যথাযথভাবে গুছিয়ে বোর্ডে পাঠাতে হবে। সৃজনশীল (সিকিউ) ও বহু নির্বাচনী (এমসিকিউ) উত্তরপত্র আলাদা সেটে রাখতে হবে। ইংরেজি ভার্সনের খাতা আলাদা করে চিহ্নিত করার কথাও বলা হয়েছে।

পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও গোপনীয়তা বজায় রাখতে অনলাইন তথ্য ব্যবস্থাপনাতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নির্দেশনার শেষাংশে বোর্ডের পরীক্ষাবিষয়ক নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com