২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে।শনিবার (২৪ মে) বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে। তবে প্রতিটি কক্ষে অন্তত দুজন পরিদর্শক থাকা বাধ্যতামূলক। এছাড়া পরীক্ষার্থীদের আসন কমপক্ষে ৩ ফুট দূরত্ব রেখে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার প্রতিটি দিন সকাল ১০টা ও বিকেল ২টায় শুরু হবে। পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্র যাচাই করে নির্দিষ্ট সেট নিরাপদ খামে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার দিন বোর্ড থেকে এসএমএসে পাঠানো সেট অনুযায়ী প্রশ্নপত্র খোলা এবং অব্যবহৃত সেট ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পরে এলে তার নাম, রোলসহ বিস্তারিত তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে বোর্ডে জমা দিতে হবে। কেন্দ্রের বাইরে জনসমাগম এড়াতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচার চালানো এবং প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার নির্দেশও রয়েছে।পরীক্ষা চলাকালীন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশপত্রে ভুল থাকলে চার কর্মদিবসের মধ্যে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া পরীক্ষাকেন্দ্রে শুধু এনালগ কাটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে এবং বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষা শেষে উত্তরপত্র যথাযথভাবে গুছিয়ে বোর্ডে পাঠাতে হবে। সৃজনশীল (সিকিউ) ও বহু নির্বাচনী (এমসিকিউ) উত্তরপত্র আলাদা সেটে রাখতে হবে। ইংরেজি ভার্সনের খাতা আলাদা করে চিহ্নিত করার কথাও বলা হয়েছে।