বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা এবং মহানগরের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল তিনটায় নগরের জিলা স্কুল মাঠে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও জনগণের উপস্থিতি এবং জুমার নামাজের পরবর্তীতেই জনসভায় স্থল কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় জনসভা শুরু করতে হয়। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বিকেল পাঁচটা দশ নাগাদ সমাবেশ স্থলে এসে পৌঁছান। এ সময় দলটির উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান । বক্তব্য তিনি বলেন,একদল লোক সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়েছে এমতো পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং মানবিক বাংলাদেশ করে গড়ে তোলা হবে। যদি আমাদেরকে দায়িত্ব দেয়া হয় আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, মব আজকে নয় বরঞ্চ বাহাত্তরের পর থেকে এখন পর্যন্ত কন্টিনিউ (চলমান) রয়েছে। জনসভায় আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান,সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম,ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মোঃ সেলিম উদ্দিন, রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানীসহ প্রায় চার লক্ষাধিক নেতা এবং কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরী সভাপতি আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারি মুহতারাম আমিরুজ্জামান পিয়াল, গণধিকার পরিষদের রংপুর বিভাগের আহ্বায়ক, শেরে খোদা মামুন, এমসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তার মধ্যে বক্তৃতা করেন সেই যোগেন চন্দ্র বর্মন । এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম রংপুর বিভাগের ৩৩ টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেন। উল্লেখ্য গত পরশুদিন ০৩ জুলাই রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার থানা ভাঙচুর করে চাঁদাবাজদের ছিনিয়ে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থানীয় নেতা কর্মীরা।