চট্টগ্রামে ১০এপ্রিল, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার বিভিন্নকেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আজ ১০ এপ্রিল হতে সারাদেশে আজ একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ সময় জেলাপ্রশাসক পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত সকলকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।