কক্সবাজার সমুদ্রসৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী। গত ১৮ মে শুরু হওয়া চারদিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয় ২১ মে, বুধবার।
এই প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানিয়েছেন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগে দুর্গতদের দ্রুত উদ্ধার ও সমুদ্রতীরবর্তী অঞ্চলে জরুরি সাড়া দেওয়ার কৌশল শেখানো হয়েছে এই প্রশিক্ষণে।
বুধবার সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা। এই কার্যক্রমটি আমেরিকান দূতাবাসের সহযোগিতায় পরিচালিত হয়।
প্রশিক্ষণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশিক্ষণের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর কিছু নেটিজেন বিদেশি সেনাবাহিনীর সমুদ্র সৈকতে উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচকরা এর প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
তবে, এ বিষয়ে তানহারুল ইসলাম জানান, “এটি একটি দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যা আমাদের উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করবে। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন।”