কক্সবাজার, ২৩ মে — কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে মাত্র দেড় কিলোমিটার এলাকায় শুক্রবার দুপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রামু হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বৃষ্টিতে পিচ্ছিল সড়কের কারণে রামুর জোয়ারিয়ানালা মুরাপাড়ায় হানিফ-সৌদিয়া বাস, গুচ্ছগ্রামে বাস-সিএনজি এবং রশিদনগরে সৌদিয়া-মারসা পরিবহনের সংঘর্ষ ঘটে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে আহতদের চিকিৎসা দেওয়ার পর যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহত না থাকলেও প্রতিটি গাড়ির যাত্রীরা আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে নিজেদের মতো করে চলে গেছেন। জোয়ারিয়ানালা থেকে পানিরছড়া পর্যন্ত এই সংক্ষিপ্ত এলাকায় একের পর এক দুর্ঘটনা উদ্বেগজনক।” নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধকরণ, গতি নিয়ন্ত্রণ, ৬ লেন সম্প্রসারণ, সিট বেল্ট ব্যবহার, এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান স্থানীয় প্রতিনিধিরা । এদিকে, মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবিতে গত কয়েকদিনে রামুতে মানববন্ধন হয়েছে। স্থানীয়রা বলছেন, পর্যটনপ্রধান এ রুটে যানজট ও দুর্ঘটনা রোধে দ্রুত রাস্তা সম্প্রসারণ জরুরি। গত রোববার রামু বাইপাসে আয়োজিত মানববন্ধনে বক্তারা করেন, “সংকীর্ণ সড়ক প্রতিদিন প্রাণ কাড়ছে। ৬ লেনই একমাত্র সমাধান।”