বাগেরহাটের কচুয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন ও উপস্থিত বক্তিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই উপজেলার মঘিয়া, গোপালপুর, রাড়িপাড়া ও বাঁধাল ইউনিয়নের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক কিশোরীদের নিয়ে মাসিক ব্যবস্থাপনার উপর দিনব্যপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর ইউনিয়নের আখতার উদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিকাশ চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া এপি ম্যানেজার এ্যালিস মন্ডল।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভা তালফা, ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট, রামপাল এসিও এবং কচুয়া এপির সকল প্রোগ্রাম অফিসার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী।
আলোচনায় প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী বলেন, সকল কিশোরীরা যাতে নির্বিঘ্নে সুস্থ্য শরীর ও মন নিয়ে পড়াশোনা করতে পারে তার জন্যই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগ। আলোচনায় সকল বিদ্যালয়ে কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা কর্নার নিশ্চিত করণের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন। সভা শেষে কিশোরীদের জন্য উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয় এরং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিন কচুয়া উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের জন্য ৫টি মাসিক ব্যবস্থাপনার জন্য মিনিস্টুয়াল হাইজিন কর্নার স্থাপন করেন এবং প্রতিটি কর্ণারে ৫০টি করে মোট ২৫০টি স্যানিটারী প্যাড, ৫টি প্যাডেলবিন, ৫টি রেজিষ্টার খাতা এবং ৫টি হাইজিনকিটস হোল্ডার বক্স প্রদান করা হয়।