হৃদয়ে ফোটাব যে ফুল
আর লিখবোনা-
প্রহসনের কোন কাব্য কথা,
আর স্থান দেবোনা;
কোন বিষাদকেই হৃদয়ের পাতায়।
বিষন্নতার ঢাকনা গুলো-
আজ খুলে দেবো।
ধুঁইয়ে মুছে দেব সব অতীত প্রহর।
অসীমের মেঘগুলো অসীমেই ছুঁড়ে দেবো।
মনটাকে করবো ফরমালিন মুক্ত।
মনের উদ্যানে আবার ফোটাব নতুন নতুন ফুল।
জুঁই, চামেলী, হাসনা হেনা মালতি বকুল।
সৌরভ ছড়াবো চারিধার।
তাজিন তাসলিমা