“ভূবন জুড়ে অন্ধকার”
-মোঃ আসাদুজ্জামান বাচ্চু।
এখনো স্বর্গীয় বিধানে চলে মহাবিশ্ব
নিয়মিত সুর্যোদয় ঘটে পৃথিবীতে
গাছের পাতায় খেলা করে বাদামী রোদ
কুমড়ো ফুলে নেচে বেড়ায় দুষ্ট টুনটুুনি
পাতাবাহারের কানে কানে মৌমাছি করে আলাপন।
এখনো মেঘলা দিনে
আকাশ পরে রংধনু টিপ
ভেজা গন্ধ ছড়ায় কদমফুল
ময়ূরী আনন্দে মেলে ধরে পেখম
ব্যাঙেরা গায় কোরাস গান।
এখনো পলাশ-শিমুল করে সৌন্দর্য ঘোষণা
সরষে ক্ষেতের হলদে চাঁদর
চমকে দেয় পথিকের দৃষ্টি
বটবৃক্ষ দেয় শীতল ছায়া।
এখনো দোয়েলের শিসে ভাংগে কৃষাণের ঘুম
ঝিরিঝিরি বাতাসে দোলে ধানের শীষ
নীল জ্যোৎস্না ছড়ায় পূর্ণিমা চাঁদ।
এখনো সবখানে সবকিছু স্বাভাবিক
শুধু আমার ভূবনে চির বন্ধাত্ব
চির সূর্যাস্ত,চির অন্ধকার !