1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডাকাতি করতে এসে মা-ছেলেকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড হাফিজ ইব্রাহিমকে নিয়ে ফেসবুকে অপ-প্রচার কিশোর গ্যাং লিডার দৌলতখানের সাবেক মেয়র পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মুরাদনগরে প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ অনলাইন জুয়ায় আসক্ত, সর্বস্বান্ত কয়েক হাজার পরিবার নেত্রকোনা ১ আসনের আওয়ামীরীগের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী সাহেবের ফেসবুক পোষ্টে নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরন আওয়ামী লীগের একটি নেতা-কর্মীও বিএনপির হাতে মারা যায়নি’- গৌরীপুরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দুর্নীতি বিরোধী মানববন্ধন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারময়ান জনাব তারেক রহমানের বার্তা নিয়ে, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃনুরুল ইসলাম (নয়ন) বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ও মোটর সাইকেল চালকের মৃত্যু

করোনা’র টিকার পার্শ্বপ্রতিক্রিয়া যে ক্ষতি হতে পারে মানবদেহে

আবদুর রহিম 
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

এক করোনা মহামারী থেকে রক্ষার জন্য, প্রতিষেধক হিসেবে নিলেন করোনা টিকা। কিন্তু সেই টিকাই যেনো আজ কাল হয়ে দাঁড়ালো জীবনের!

করোনাভাইরাসের টিকা গবেষণায় দুটি বিরল পার্শ্বপ্রতিক্রিয়া সন্ধান পেয়েছেন গবেষকরা। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের ৯ কোটি ৯০ লাখের বেশি মানুষের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে করোনা টিকার দুই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া, স্নায়ুতান্ত্রিক অস্বাভাবিকতা ও মেরুদণ্ডের স্ফীতি।

বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক সংস্থা গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে গবেষণাটি। গত সপ্তাহে গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ভ্যাকসিন’। প্রবন্ধে গবেষকরা বলেছেন, যারা এমআরএনএ টিকা ফাইজার এন বায়োএনটেক কিংবা মডার্না টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ সম্পূর্ণ করেছেন, তাদের একাংশ এরই মধ্যে মায়োকার্ডিটি নামে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। এ সমস্যায় আক্রান্তরা হার্টের মাংসপেশির সার্বক্ষণিক প্রদাহে ভোগেন।

গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের গবেষকদের মতে, ফাইজার এবং মডার্নার দ্বিতীয় ডোজ মায়োকার্ডিটির ঝুঁকি ২ দশমিক ৯ গুণ এবং অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় ডোজ পেরিকার্ডিটির ঝুঁকি ৬ দশমিক ৯ গুণ বৃদ্ধি করে। মায়োকার্ডিটি ও পেরিকার্ডিটি উভয়ই বেশ বিরল শারীরিক জটিলতা।

অ্যাস্ট্রাজেনেকা ও অন্যান্য ভাইরাল-ভেক্টর করোনা টিকা এবং এমআরএনএ টিকা ফাইজার-মডার্নার ডোজে রক্ত জমাট বেঁধে যাওয়া, গুলিয়ান-ব্যারে সিন্ড্রোম এবং মায়েলিটিসের মতো শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে ২ দশমিক ৫ গুণ। গুলিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত রোগীরা স্নুায়বিক সমস্যায় ভোগেন আর মায়েলিটিসে আক্রান্তরা ভোগেন মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহে।

গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের যে বিজ্ঞানী দলটি এ গবেষণা পরিচালনা করেছে, সে দলের অন্যতম সদস্য এবং ডেনমার্কের স্টাটেন্স সিরাম ইনস্টিটিউটের অধ্যাপক ক্রিস্টিনা ফেকসোভা এক বিবৃতিতে নিজেদের গবেষণা প্রবন্ধ সম্পর্কে বলেন, ‘ব্যাপারটি এমন নয় যে আমরা করোনা টিকার ডোজকে ক্ষতিকর বলে প্রচার করছি। বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ বিভিন্ন করোনা টিকার ডোজ নিয়েছেন এবং তাদের অধিকাংশই হয়তো এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি। তবে এমন খবরে আতংকে বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষ।

চট্টগ্রাম কিছু ডাক্তারের সাক্ষাৎকারে জানা যায়  বাংলাদেশও এমন লক্ষণের রুগী পাওয়া যাচ্ছে বলে মনে করেন তারা।কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন বা ভুগছেন এমন মানুষের সংখ্যা কম হলেও তারা গুরুত্বপূর্ণ। কারণ তাদের এসব সমস্যা টিকা প্রস্তুকারী কোম্পানিগুলোকে এই বার্তা দেয় যে, করোনা টিকাগুলো আরো নিরাপদ ও নিখুঁত হওয়া প্রয়োজন।এবং যতদ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা এটাই আজ বিশ্ব মানুষের কাম্য।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com