সাতক্ষীরা কলারোয়া সীমান্তের মাদরা বিওপির বিজিবি সদস্যরা, বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিহীন ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রৌপ্য আটক করেছে। ১৯ এপ্রিল শনিবার সকাল ৯ টা ২০ মিনিটে, গোপন তথ্যের ভিত্তিতে, মাদরা বিওপির দ্বায়িত্বরত এসআইপি এনসি ও, হাবিলদার মোহাম্মদ আবুল কাশেম এর নের্তৃত্বে একটি চৌকষ আভিযানিক দল, সীমান্তের ভাদিয়ালী এলাকা হতে, চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে, ১২ কেজি ৯৭৫ গ্রাম রুপা উদ্ধার করে, যার বাজারমূল্য ২৭,২৪,৭৫০ টাকা।এসময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় রুপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করে,কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে, সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।