পিরোজপুরের কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় ব্রি ধান ১০৩ বাম্পার ফলন হয়েছে। কৃষকদের মুখে হাসি দেখা যাচ্ছে। কৃষকরা চাষাবাদ করে বাম্পার ফসল পেয়ে খুশিতে মেতে উঠেছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কৃষক কামরুল ইসলাম ও সুজিত বেপরিসহ বেশ কয়েকজন কৃষক জমিতে এই প্রথম ব্রি ধান ১০৩ জমিতে চাষাবাদ করে তাদের কাঙ্খিত ধান চাষাবাদে সক্ষম হয়েছে। উপজেলায় প্রায় ২৫ একর জমিতে কৃষকরা ব্রি ধান ১০৩ চাষ করেছেন। কৃষকরা ফলন দেখে বীজ সংগ্রহের করে আবারো এই ধান চাষে তারা আগ্রহ প্রকাশ করেছেন। কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ তাদের সঠিক পরামর্শ সহ বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ করেন। এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে।
সম্প্রতি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫০ জন কৃষক ব্রিরি ধান ১০৩ কর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কৃষকদের সাথে কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ ফাহিম কৃষকদের সাথে ধান কাটায় অংশগ্রহণ করে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, ১০টি সেশনের মাধ্যমে ২৫ জন কৃষককে বীজ তলায় চারা উৎপাদন থেকে বীজ সংরক্ষণ পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, ব্রি ধান ১০৩ প্রতি ছড়ায় ২৫৯ টি ধান হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে ৫.৬ মেট্রিক টন। এই প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণের জন্য বরাদ্দকৃত ডেরামে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেন।