ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ জুলাই) সকালে কাঠালিয়া সরকারি পলিটল উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সদর ফাজিল মাদরাসা কেন্দ্রের পাঁচ শতাধিক পরীক্ষার্থীর হাতে কলম, মাস্ক, খাবার স্যালাইন ও পানি তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার এর নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—ছাত্রদল নেতা জুবায়েল আরাফাত, শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মুন্সী, মানিক মিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সৈকত বরাল, কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন এবং সাধারণ সম্পাদক সালমান।