“শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের ভবনে এ হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করেন।পাশাপাশি তিনি এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চৌধুরী ও ১নং মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ হোসনেয়ারা বেগম সহ সুবিধাভোগী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ।