সাতক্ষীরা জেলা কালিগঞ্জে উপজেলায় ভারসাম্যহীন এক মহিলা গলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে অনুভা মন্ডল (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিষ্ণুপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী অনুভা মন্ডল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত নিশি পদ মন্ডলের স্ত্রী।জানা গেছে” দীর্ঘদিন বাড়িতে ভাবসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন আছেন।আজ (১৯ এপ্রিল) সকালে ছেলে পিন্টু মন্ডল ও তার স্ত্রী দুইজন মিলে নলতায় চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে জান। ডাক্তার দেখানো শেষ মুহূর্তে প্রতিবেশী কয়েকজন মুঠোফোন করে তাকে মা অনুভা মন্ডল আত্মহত্যা করেছেন এ কথা বলেন। স্থানীয়রা বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য পীযূষ কান্তি রায়’কে জানান।তাৎক্ষণিক চেয়ারম্যান কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।পরে কালিগঞ্জ থানার এসআই সমীর কুমার ও এএস আই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৪ টায় দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।