কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় শহীদ জুলাই দিবস উপলক্ষে,অষ্টগ্রাম উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেছেন অষ্টগ্রাম উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, মুছা: দিলশাদ জাহান, অষ্টগ্রাম থানার ওসি মোঃ রুহুল আমিন, অষ্টগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর মিয়া, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহিন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জামাতে ইসলামীর সভাপতি , শিক্ষক ও সুশীল সমাজগন। ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে , পুলিশের গুলিতে অষ্টগ্রামের দুইজন,তনয় দাস ও ইমন নামের দুই জুবক নিহত হয়। তার পরে স্ফুলিঙ্গের মতো সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, দিলশাদ জাহান ও ওসি রুহুল আমিন বলেন,আমরা নিহতের বাড়িতে খোঁজখবর নিয়েছি, তাদের সাথে দেখা করেছি, এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।