1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া গাবতলীর স্কুল ছাত্র সিফাত হত্যার মূল হোতা গ্রেফতার রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারীকরণ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষীপুরে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৬ জন গ্রেপ্তার ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফা দাবিতে অনড় ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার জেটের রাজবাড়ী জেলার সদস্য সচিব: ইন্জি: আব্দুল্লাহ অভি ঢাকা জাতীয় প্রেসক্লাব আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কয়রায় রেকর্ডীয় সম্পত্তি দখল: পুলিশের প্রতিবেদন সত্ত্বেও হুমকির মুখে ভুক্তভোগী কৃষি অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে হারভেস্টারে ধান কর্তনে অতিরিক্ত টাকা আদায়

কুষ্টিয়া-মিরপুর মহাসড়কে প্রকাশ্য চলছে চাঁদাবাজি

আসাদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত অটোরিকশা-সিএনজি, শ্যালো ইঞ্জিন চালিত আগলামন, ট্রলি ও পণ্যবাহী পিকআপ থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ইজারাদার হাফিজুর রহমান হাপির নেতৃত্বে একটি চক্র এ চাঁদা আদায় করছে বলে জানানো হয়েছে। প্রকাশ্যে দিনরাত পালাক্রমে হাতে লাল পতাকা নিয়ে পৌরসভা খাজনা রশিদ দিয়ে এসব যানবাহনের চালকদের থামিয়ে চলছে বেপরোয়া চাঁদাবাজি। আর চাঁদার টাকা না দিলে মারধর ও হয়রানির শিকার হচ্ছেন চালকরা। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এদিকে, এমন চাঁদাবাজি হলেও তা দেখেও দেখছেন না স্থানীয় প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী চালক ও তাদের সহকারীরা। যদিও মিরপুর পৌর কর্তৃপক্ষ বলছে, এই মহাসড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন থেকে চাঁদার টাকা আদায় করতে কাউকেই ইজারা দেওয়া হয়নি। যারা এ ধরনের কাজ করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। এসব যানবাহনের চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এ চাঁদাবাজির সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী নেতাদের। সবাইকে ম্যানেজ করে হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চক্রকে দিয়ে তোলা হয় এই চাঁদার টাকা। আর টাকা না দিলে মারধরের শিকার হন চালকরা। তাই ভয়ে বাধ্য হয়ে এসব যানবাহনের চালকরা ২০ টাকা থেকে ৩০ টাকা দিতে হচ্ছে। কারো কারো কাছ থেকে ৫০ টাকা থেকে ১০০ টাকাও আদায় করছে এ চক্রটি। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেননি। মহাসড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগী চালক রেজাউল, মেহেদী, সোহেল রানা বলেন, ‘এ যেন মগের মুল্লুক। সড়ক দিয়ে চলাচল করলেই গুনতে হচ্ছে টাকা। এই মহাসড়ক দিয়ে যতবার যাব, ততবারই ট্রলি প্রতি ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে। অন্য যানবাহনগুলোকেও টাকা দিতে হচ্ছে। মহাসড়কে এমন চাঁদাবাজি বন্ধ করার দাবি জানাচ্ছি। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।’ এ ব্যাপারে ইজারাদার হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. নাজমুল ইসলাম বলেন, ‘এ মহাসড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন থেকে চাঁদার টাকা আদায় করতে পৌরসভা থেকে কাউকেই ইজারা দেওয়া হয়নি। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘এমন কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com