1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রংপুর ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বগুড়ায় ধর্ষণ মামলার ১নং আসামী গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা পুলিশ সুপারের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্টিত ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় ঠাকুরগাঁও জেলায় সভা ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশাল মহানগর বি এন পির প্রতিবাদ ও সংহতি সোনার বাংলা -লেখকঃ বাবুল আকতার কয়রায় পল্লী চিকিৎসক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রশিবিরের গণ আন্দোলন ঈদগাঁওতে থানা থেকে লুন্ঠিত অস্ত্র মিলল ব্রীজের নীচে ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

কেন্দুয়া সাজিউড়া সড়কের সংস্কার

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা ৩
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে
এমপি অসীম উকিলের হাত ধরেই অবশেষে শুরু হয়েছে কেন্দুয়া সাজিউড়া সড়কের সংস্কার কাজ

নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের হাত ধরেই অবশেষে শুরু হয়েছে জনগুরুত্ব সম্পন্ন কেন্দুয়া সাজিউড়া সড়কের সংস্কার কাজ। আশা করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই সড়কের কাজ সম্পন্ন করা হবে। তবে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় দেখা দিলে সময়সীমা কিছুটা পেছাতেও পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কেন্দুয়া উপজেলা সদর থেকে সাজিউড়া বাজার পর্যন্ত ওই সড়কের সংস্কার করা হবে। এতে ৫০৪ মিটার ঢালাই ও ৩ কিলো ৪৯০ মিটার কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে।

কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের পূর্ব অংশ, মোজাফরপুর ইউনিয়নের উত্তারাংশ ও কান্দিউড়া ইউনিয়নের দক্ষিণ অংশের প্রায় ১৫টি গ্রামসহ মদন উপজেলার পশ্চিমাংশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ জনগণ ওই সড়কে কেন্দুয়া হয়ে ময়মনসিংহ, ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চলাফেরা করে থাকেন। ওই সড়ক দিয়ে তাম্বুলিপাড়া ন্যাচারাল পার্কেও প্রতিদিন পর্যটকদের আনোগোনা হয়। এর ফলে ওই সড়কটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে পরিচিতি রয়েছে। ন্যাচারাল পার্ক ছাড়াও সাজিউড়া গ্রামে অবিভক্ত ভারতের অর্থ মন্ত্রী প্রয়াত নলীনি রঞ্জন সরকারের জন্ম ভিটা দেখতেও অনেক দূর দূরান্ত থেকেও প্রশাসনের কর্তাব্যক্তিসহ বিভিন্ন দর্শনার্থীরা আনোগোনা করে থাকেন।

গত ৫ নবেম্বর ওই সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। এ সময় তিনি বলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় উন্নয়ন কাজ বন্ধ ছিল। এজন্যই এলাকার রাস্তাঘাটে উন্নয়ন কাজে কিছুটা ভাটা পরেছে। তবে গত দুই মাসে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ২০টি সড়কের কাজ উদ্বোধন করা হয়েছে।

কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট নাট্য শিল্পী দিদারুল ইসলাম বলেন কেন্দুয়া সাজিউড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত যানবাহন ও সাধারণ যাত্রী চলাফেরা করে থাকে। সড়কটি ভাঙ্গা থাকায় আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়েছে। এখন শুরু হয়েছে এই সড়কের সংস্কার কাজ। কাজটি শেষ হলে এলাকার শতশত মানুষের মুখে ফুটবে প্রাণের হাসি। এমপি অসীম কুমার উকিলের প্রচেষ্টায় এই সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com