মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে (৮ এপ্রিল) এক বিশেষ অভিযানে ২৩০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই সফল অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে পাকড়াও করা হয়, যা স্থানীয় মাদক চক্রের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আটককৃতরা হলেন আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত নওশের সানার পুত্র মোঃ নুরুল হুদা (৫০), বাগালি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত বশির মোড়লের ছেলে আবারুল (৪৮) এবং বায়লাহারানিয়া গ্রামের রশিদ সানার ছেলে মোঃ সেলিম (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হরিনগর গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাদের ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক এই অভিযান প্রসঙ্গে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। কোনো প্রকার মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বুধবার আদালতে সোপর্দ করা হবে। এই সফল অভিযান কয়রা অঞ্চলে মাদক নির্মূলের ক্ষেত্রে পুলিশের দৃঢ় প্রতিজ্ঞার স্পষ্ট বার্তা বহন করে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।