উপকূলীয় উপজেলা কয়রার সদর ইউনিয়নে আসন্ন দুর্যোগ মৌসুমের প্রস্তুতি হিসেবে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের হলরুমে বেসরকারি সংস্থা জেজেএস-এর প্রস্তুতি প্রকল্পের উদ্যোগে এই সভাটি হয়।সভায় স্থানীয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ২০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভাটি বিশেষ গুরুত্ব বহন করে।অনুষ্ঠানে জেজেএস-এর প্রস্তুতি প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা (এপিও) এস এম এ মজিদ দুর্যোগের পূর্ব প্রস্তুতি এবং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সিপিপি সদস্য আশিকুজ্জামান আশিক, হাফেজ আবু হানিফ, ইমরান হোসেন, মিজানুর রহমান, মুসলিমা খাতুন ও ফিরোজা খাতুন প্রমুখ দুর্যোগ মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।সভায় দুর্যোগের সময় আগাম প্রস্তুতি গ্রহণের বিভিন্ন দিক, ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় জনসাধারণকে দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে অবগত থাকা এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। পাশাপাশি, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করা হয়।জেজেএস-এর এই উদ্যোগ কয়রা উপকূলীয় অঞ্চলের মানুষকে দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং একটি দুর্যোগ সহিষ্ণু সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।