বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা ৩নং খুবজীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্দোগে সারাদেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে (১৬/০২/২০২৫) ইং রোজ রবিবার বিকেল ৪ টার সময় খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কৃষকেরা সরাসরি নিজেদের দুঃখ, দূরদশার কথা ব্যক্ত করেন জেলার নেতা দের কাছে। উক্ত কৃষক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক গুরুদাসপুর উপজেলা বি এন পির সভাপতি, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব। উক্ত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ মোখলেসুর রহমান, আহ্বায়ক, খুবজীপুর ইউনিয়ন কৃষকদল। প্রধান বক্তা মোঃ হাসান আলী, আহ্বায়ক, নাটোর জেলা কৃষকদল।শেষ অতিথিবৃন্দ আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, সাবেক সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি। মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি। মাওলানা মোঃ নুরুল ইসলাম, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষকদল। মোঃ মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা কৃষকদল।মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষকদল। মোঃ মোস্তাফিজুর রহমান মুক্তা, সদস্য নাটোর জেলা কৃষকদল।উক্ত সমাবেশে সার্বিক দায়িত্বে এবং পরিচালনা করেন খুবজীপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব, মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, উক্ত কৃষক সমাবেশে কৃষক দের ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসন এবং কৃষকদের উপর নির্যাতন মূল্যবৃদ্ধি সার কীটনাশক সহ নানা বিষয়ে বক্তব্যের মাঝে তুলে ধরনের। গুরুদাসপুর উপজেলার ৩ মাসের কৃষক সমাবেশ অংশ হিসেবে ৬ টি ইউনিয়নের মধ্যে আজ খুবজীপুর ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।