খুলনা মহানগরীতে মৌসুমি ফল তরমুজ বিক্রি শুরু হলেও অতিরিক্ত মূল্যের কারণে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। খুলনার স্টেশন রোডে গিয়ে দেখাযায় মৌসুমি ফলের আড়োত গুলোতে তরমুজ আসতে শুরু করলেও তা খুবই সীমিত পরিসরে। ফলোস্রুতিতে দামও বেশ চড়া। তাই ক্রেতাও তুলনা মুলক কম
আড়তে মৌসুমি ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করা রুস্তম আলীর সাথে কথা বলে যানা যায় বর্তমানে জোগান খুবই কম। গত প্রায় ১৫-২০ দিন যাবত তরমুজ আসতে শুরু করলেও বর্তমানে শুধু মাত্র কুয়াকাটা থেকেই আসছে। তিনি জানান মার্চের ২০ তারিখের পর অর্থাৎ চৈত্র মাসের প্রথম থেকে জোগান বাড়বে। তখন দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসবে খুলনার আড়ত গুলোতো। বর্তমানে চড়া মূল্যে বিক্রি হলেও তখন দামাও সর্ব সাধারণ নাগালে চলে আসবে।
বাজার ঘুরে দেখাযায় ১ টি বড় সাইজের তরমুজ বর্তমানে সর্বনিম্ন ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং তুলনামূলক ছোট সাইজের তরমুজ ৫০ টাকা কেজিপ্রতি বিক্রি করছেন দোকানিরা।
তরমুজ কিনতে আসা সরকারি কর্মচারী ফরিদ বলেন অন্যান্য বছরের তুলনায় এবার তরমুজের দাম অনেক বেশি। রমজানে দাম আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।