বাগেরহাট মোংলায় (১৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪ টায় মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদকাসক্ত করে তাদেরককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা সেটা করতে চাই না, আমরা তরুণদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে নৈতিক, শারীরিক ও মানসিক ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে গড়ে তুলতে চাই। এজন্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদকমুক্ত গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলে চাই।
ফাইনাল খেলায় মোংলার পৌর দল ও রামপালের পেড়িখালী দল অংশগ্রহণ করে। এতে মোংলা পৌর দল চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে শামীম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ সালাম. জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল,
বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, মোংলা পৌর সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।